শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের মুখপাত্র রুওয়ান গুনাসেকেরা নিহতের এ সংখ্যা জানালেও তিনটি গীর্জা ও চারটি হোটেলে করা এ হামলায় ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে কিছু বলেননি।
মঙ্গলবার নিহতের এ সংখ্যা ছিল ৩২১ জন ও আহত ছিলেন ৫০০ জন।
মঙ্গলবার এ ঘটনার দায় স্বীকার করে উগ্রবাদী গোষ্ঠী আইএস। গোষ্ঠীটি বলছে হামলায় সাতজন অংশ নেয় কিন্তু তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
সূত্র : রয়টার্স