নোয়াখালী সুবর্ণচরে পূর্ণিমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন নুরুল আলম (৩৮) নামে মসজিদের এক ঈমাম। নুরুল আলম সুবর্ণচর উপজেলার আন্ডার চর ইউনিয়নের জাকির মিকারের বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, নুরুল আলম সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের হাজী দুদা মিয়া জামে মসজিদের ঈমাম ও আল আমিন বাজার মাদ্রাসার শিক্ষক। গত ২১ এপ্রিল রাতে সুবর্ণচর গার্লস স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী পূর্নিমা আক্তারকে নিয়ে অজানার উদ্দ্যেশ্য পাড়ি জমায় নুর আলম।
পূর্ণিমার বাবা জানান, তারা প্রাথমিকভাবে মেয়ে হারানো গেছে মর্মে একটি সাধারণ ডায়েরি করেন, এবং তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন, নুর আলম তার মেয়েকে কোর্টের মাধ্যমে বিয়েও করেছেন।
এদিকে নুর আলমের বর্তমান স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলেন, সে সমাজের ইমাম ছিল, সে এমন কাজ করবে, আমি ভাবতেও পারিনি। বর্তমানে পূর্ণিমার পরিবার আমাকে হুমকি দিচ্ছে। এখন আমি নুরল আলমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, আমার ৬ বছর বয়সী এক সন্তান মারা গেছে, বর্তমানে ৪ বছর বয়সের সিয়াম নামের আরেক সন্তান বড় হচ্ছে এবং ৩ মাসের অনাগত সন্তান আমার পেটে, এই অবস্থায় আমি কোথায় যাবো, কি করবো বুঝতে পারছি না।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, বিষয়টি আমি শুনেছি, মেয়ের বাবা একটি জিডি করেছেন, নুরুল আলমকে আসামি করে অভিযোগ করলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে