খুলনায় সঞ্জিৎ শীল নামক এক ব্যবসায়ীর নিকট থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি ও সাড়ে ২৭ টাকা চাঁদা আদায়ের অভিযোগে দুই পুলিশ সদস্য ও এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর টুটপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই সিফাতুল্লাহ ও গল্লামারী পুলিশ বক্সে কর্মরত এএসআই মিরান এবং ফাতেমা বেগম।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মনিরুজ্জামান মিঠু জানান, আটককৃতদের বিরুদ্ধে সঞ্জিৎ শীল নামক এক ব্যবসায়ীর নিকট থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি ও সাড়ে ২৭ টাকা চাঁদা আদায় এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা প্রক্রিয়াধীন।