ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ করা হচ্ছে আজ মঙ্গলবার। ভোট গ্রহণের সাত দফার মধ্যে আজই সবচেয়ে বেশি আসনে ভোট নেয়া হচ্ছে। দেশের ১৩টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৭টি আসনে আজ ভোট নেয়া হচ্ছে। গুজরাট এবং কেরালার সমস্ত আসনের পাশাপাশি রাজ্যের আরও কিছু আসনেও ভোট আজ।

শুধু বেশি আসনে ভোট হওয়াই নয় প্রার্থী তালিকার দিক থেকেও এই দফাটি বিশেষ কিছু। গুজরাটের গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি কেরালার ওয়ানড কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গত লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় বিজেপির ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছিল আজ সে সব জায়গাতেই ভোট।

আজ গুজরাটে ২৬টি আসনে এবং কেরালার ২০টি আসনে ভোট হবে। এছাড়া উল্লেখ্যযোগ্য আসনের মধ্যে রয়েছে আসামের চারটি, বিহারের পাঁচটি, ছত্রিশগড়ে সাতটি, উত্তরপ্রদেশের দশটি, পশ্চিমবঙ্গের পাঁচটি, গোয়ার দুটি আসন, জম্মু-কাশ্মিরের একটি আসন।

আজকের ভোটে তারকা প্রার্থীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি শীর্ষ নেতা অমিত শাহ ছাড়াও রয়েছেন সমাজবাদী পার্টির প্রাক্তন প্রধান মুলায়ম সিং যাদব, আজম খান এবং বিজেপির জয়াপ্রদা।

আজ কাশ্মিরের অনন্তনাগ আসনের প্রথম পর্যায়ের ভোট। এই কেন্দ্রে আরও দুদিন ভোট নেওয়া হবে। স্বাধীনতার পর এই প্রথম ভারতের কোনও একটি লোকসভা কেন্দ্রে তিনবারে ভোট নেয়া হচ্ছে। ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তার বিরুদ্ধে আছেন কংগ্রেসের জি এ মীর এবং ন্যাশনাল কনফারেন্সের অবসরপ্রাপ্ত বিচারপতি হুসেন মাসুদী।

এবারই প্রথম গুজরাটের গান্ধীনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এতদিন এই কেন্দ্র থেকে নির্বাচন করতেন লাল কৃষ্ণ আদবানী।

আজ তৃতীয় দফার এ ভোটে ১৮.৫৬ কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। আজকের ভোট শেষ হলে দেশের ৬টি রাজ্যের ৩০০ আসনে ভোট পর্ব সমাপ্ত হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top