এবার সুইজারল্যান্ডে তুর্কি কনস্যুলেটে পেট্রোল বোমা হামলা

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত তুরস্কের কনস্যুলেট লক্ষ্য করে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কনস্যুলেটের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ওই কনস্যুলেটে নিযুক্ত তুর্কি কনসাল আসিয়ে নূরকান ইপেকসি জানান, ভবনটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এর আগেও হামলার ঘটনা ঘটেছিল। তবে সোমবারের ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

এ হামলায় সন্দেহভাজন হিসেবে ইতেমধ্যেই তিন ব্যক্তিকে আটক করেছে সুইস পুলিশ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

গত আড়াই বছরে জুরিখের এই তুর্কি কনস্যুলেটটিতে ছয় দফা হামলার ঘটনা ঘটেছে।

২০১৭ সালের মে মাসে এক ধরনের সামরিক টুপি পরে কনস্যুলেট ভবনে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। ওই ভবন এবং সংলগ্ন একটি বাস স্টপে তারা ‘কিল এরদোয়ান’ লেখা চিকা মেরে চলে যায়। ২০১৮ সালের জানুয়ারিতে কনস্যুলেটের একটি গাড়ি অগ্নিসংযোগের শিকার হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top