সাতজন আত্মঘাতী বোমারু শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন দেশটির ফরেনসিক বিভাগ। গতকাল রোববার শ্রীলংকায় ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার পেছনে ওই পরিমাণ আত্মঘাতী বোমাবাজ সক্রিয় ছিল বলে বিভিন্ন অনুসন্ধান ও গবেষণার পর জানান দেশটির ফরেনসিক বিশেষজ্ঞরা।
ঘটনাস্থল থেকে হামলাকারীদের ছিন্ন ভিন্ন লাশের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন শ্রীলংকার অপরাধ অনুসন্ধানকারী ও ফরেনসিক বিশেষজ্ঞরা। তাদেরই একজন আরিয়ানন্দ ওয়েলিয়াঙ্গ বলেছেন, হামলাকারীদের দেহের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা করে মনে হয়েছে, তারা সবাই আত্মঘাতী ছিলেন।
তবে সবগুলো জায়গাতে একজন করে হামলা করলেও কলম্বোর শাংরি-লা হোটেলে দুজন হামলা করেছিল বলে ধারণা করছেন তিনি।
গতকাল রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন এলাকায় গির্জা ও হোটেলে সব মিলিয়ে আটটি বিস্ফোরণ ঘটে।
শ্রীলংকার পশ্চিম প্রদেশের নেগম্বো, পূর্বপ্রদেশের বাট্টিকালো এবং রাজধানী কলম্বোর গির্জাগুলোতে বোমা হামলা চালানো হয়। এ ছাড়া কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল সাংরি-লা, কিংসবুরি, সিনামন গ্র্যান্ডসহ আরেকটি আবাসিক হোটেলে হামলা হয়।
এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, সব মিলিয়ে ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ শতাধিক মানুষ। হতাহতদের মাঝে বিদেশি নাগরিক ২৬ জন।
শ্রীলঙ্কা সরকার এ পর্যন্ত হামলাকারী সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না জানালেও হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে।