কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানকে দেখতে গিয়েছিলেন বিএনপির সিনিয়র ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোমবার দুপুরে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শায়রুল কবির খানের শারীরিক অবস্থা ও চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেন। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তাকে দেখতে যান। তিনিও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। এরপর শায়রুলকে দেখতে যান নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
রোববার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমীনুল হকের নামাজে জানাজার পর কার্যালয়ের ভেতরে আকস্মিকভাবে মাথা ঘুরে পড়ে গেলে শায়রুল কবির খানকে দ্রুত এই হাসপাতালে ভর্তি করা হয়।
তাৎক্ষণিকভাবে গতকাল তার চিকিৎসার খোঁজ খবর নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।