বেফাঁস কথা বলায় অনেকবারই নাম এসেছে বর্তমান মার্কিন মুল্লুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের নিন্দা করে একটি টুইট করেন। আর তাতেই বেকায়দাতে আটকে গেছেন ট্রাম্প।
শ্রীলঙ্কার বিস্ফোরণের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে ট্রাম্প যে টুইট করেন, তাতে তিনি লেখেন, গির্জা ও চার্চে জঙ্গি হামলায় ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৬০০। শ্রীলঙ্কার দুর্দিনে তাদের পাশে আছে যুক্তরাষ্ট্র।
ওই টুইটে ট্রাম্পের ‘১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু’ শব্দগুলো সবার দৃষ্টি আকর্শন করে। বোঝাই যাচ্ছে তিনি ‘মিলিয়ন’ শব্দটি ভুলে লিখে ফেলেছেন। পরে অবশ্য মৃতের সংখ্যা বাড়লে ট্রাম্প এ টুইট সরিয়ে নতুন টুইট করেন।
আজ সকাল থেকে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা। স্থানীয় সময় সকাল ৮.৪৫ মিনিট নাগাদ ৩টি গীর্জা এবং ৩টি বিলাসবহুল হোটেলে পর পর বিস্ফোরণ ঘটে। এরপর আরো দু দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই নিহতের সংখ্যা দুশো পেরিয়ে গেছে। এই ভয়াবহ নাশকতার পিছনে কারা রয়েছে তাও যেমন স্পষ্ট নয়, কারা টার্গেট ছিল সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। পুলিশ ইতোমধ্যে সেখানে সাতজনকে গ্রেফতার করেছে। তবে সেখানকার পুলিশ জানাচ্ছে, তারা এমন ঘটনার আশঙ্কা করেছিলেন আরো ১০ দিন আগেই।