নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী একটি তামাক বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম লিটন মিয়া (৪০)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস সংলগ্ন টিএন্ডটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া উপজেলার ভবানীপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাক (কুষ্টিয়া ট ১১-২৩৯৮) জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। আটককৃত ট্রাক চালকের নাম সজিব হোসেন (২৫)। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের মজনু শেখের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার জানান, রোববার সকালে বান্দরবান থেকে কুষ্টিয়াগামী তামাক বোঝাই ট্রাকটি বনপাড়া এলাকায় মোটরসাইকেল চালক লিটন হোসেনকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হাইওয়ে পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে আটক করে। ট্রাকসহ আটককৃত চালককে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।