রোনালদোর রেকর্ডে চ্যাম্পিয়ন্স জুভেন্তাস

ইতালির সিরি এ লিগ জিতল জুভেন্তাস৷ পিছিয়ে থাকা অবস্থায় শনিবার ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারালো জুভে৷ সেই সঙ্গে ৩৩ ম্যাচ শেষে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়নের মুকুট জিতল তুরিনের ক্লাব৷ এই নিয়ে রেকর্ড সংখ্যাক টানা আটবার সিরি এ চ্যাম্পিয়ন হলো জুভেন্তাস৷

৬৭ পয়েন্ট নিয়ে লিগের দু’নম্বরে থাকা নাপোলির চেয়ে জুভেন্তাস এগিয়ে ২০ পয়েন্টে৷ নাপোলির এখনো ৬ টি ম্যাচ বাকি থাকলেও জুভেন্তাসকে ছোঁয়া অসম্ভব৷ তাই ফিওরেন্টিনার বিরুদ্ধে ম্যাচ জিততে ৫ ম্যাচ হাতে থাককেই চ্যাম্পিয়ন হল জুভে৷ লা-লিগা, সিরি এ, বুন্দেশলিগা, লিগ ওয়ান ও প্রিমিয়র লিগ ধরলে জুভেন্তাসই প্রথম ক্লাব যারা টানা আটবার ঘরোয়া লিগ জয়ের স্বাদ পেল৷

সেই সঙ্গে ব্যাক্তিগত রেকর্ডও গড়লেন রোনালদো৷ ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানোই প্রথম ফুটবলার যিনি প্রিমিয়র লিগ, লা-লিগা ও সিরি এ, তিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন৷ ম্যাঞ্চেস্টার জার্সিতে প্রিমিয়র লিগ, রিয়াল মাদ্রিদ জার্সিতে লা-লিগা ও জুভেন্তাসের জার্সিতে সিরি এ জয়ের নজির গড়লেন সিআর সেভেন৷

অন্যদিকে একই দিনে জুভেন্তাসের মহিলা দল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জয়ের স্বাদ দ্বিগুণ হলো বলা চলে৷ ২০১৭ সালে জুভেন্তাসের মহিলা দল তৈরির পর থেকে টানা দু’বার লিগ খেতাব জিতল জুভে মহিলা দল৷

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top