প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়াশিং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের বাৎসরিক মিলনমেলা

ওয়াশিং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক মিলনমেলা গত ১৯শে  এপ্রিল ২০১৯ ঢাকা রিজেন্সি হোটেল ও রিসোর্ট, নিকুঞ্জ-২ এর উদযাপন অনুষ্ঠান হয়। উক্ত  এসোসিয়েশনটি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা গঠিত হয়েছে। যারা সকলে  ডেনিম ওয়াশিং সেক্টরে কর্মরত আছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিখ্যাত মাল্টিন্যাশনাল ফ্যাশন র্ব্যান্ড মার্কস এবং স্পেন্সারের ক্রেতা মার্টিন, জাভিয়ার (ইন্ডিটেক্সের ব্যবস্থাপনা পরিচালক), প্রাইমাসিয়া ইউনিভার্সিটির ড. আব্দুল  হান্নান চৌধুরী (ভিসি), মো. রায়হান আজাদ (ট্রাস্টি বোর্ডের পরিচালক), কেএম আশরাফুল হক (ট্রেজারার) , প্রফেসর আবুল কাশেম মোল্লা (রেজিস্ট্রার) এবং টে·টাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের  অধ্যাপকগণসহ এবং অন্যান্য পেশাদার – আব্দুল আউয়াল (এমডি,আলেয়া ফ্যাশন), সিইও-  সাইফুর রহমান (এমবিএম গ্রুপ) নূর-ই-আলম খান (এ্যানভয় গ্রুপ), জিএম- এসআলম শাহীন  (কেসি ওয়াশিং প্ল্যান্ট),হেড অফ প্ল্যান্ট-লেলিন জাকির হোসেন (ডেকো গ্রুপ), জিএম- মামুন কাদের  আনসারি (এনভয় গ্রুপ), আব্দুল আলিম (অনন্ত গ্রুপ), ডিজিএম- মেহেদী হাসান (স্টার্লিং গ্রুপ) এবং আরো অনেকে যারা টে·টাইল এবং ওয়াশিং সেক্টর । এই প্রোগ্রামের আলোচনার বিষয় ছিল  “ডিনিম এবং ফাস্ট ফ্যাশন ” এবং সাম্প্রতিক উন্নত ডেনিম পণ্য প্রদর্শনী এবং একটি ফ্যাশন শো সঞ্চালিত।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন- ডেনিম সলিউশনস লিমিটেড। সহ-পৃষ্ঠপোষক ছিলেন – মাল্টিকেমি, কেমিপ্লাস , ভিক্টরি বাংলা, গ্রিন কেমিকা।
মিডিয়া পার্টনাররা ছিলেন- বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, টে·টাইল টুডে, রেডিও ধ্বনি,  বিডিপ্রেস২৪.কম, টে·টাইল বার্তা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top