কোহলিকে বিস্কুট বলে ডাকছে কেন সবাই?

ক্রিকেটারদের ভারি ভারি নামের পেছনে থাকে ছোট করে একটি নাম। বাইরের মানুষরা পোষাকি নাম ধরে ডাকলেও সতীর্থরা ওইসব ‘সহজ’ নাম ধরে ডাকতেই অভ্যস্ত।

ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিরও বিরাট এ নামের আড়ালে একেবারে ছোট একটি নাম ছিল ‘চিকু’। এতদিন তা ধরেই ডাকা হচ্ছিল বিরাট কোহলিকে। কিন্তু শুক্রবার থেকে তাকে ডাকা হচ্ছে নতুন এক নামে ‘লিটল বিস্কুট’।

এই মুহূর্তে এই নতুন ডাকনামে মজে আছে সোশ্যাল মিডিয়া।

কোহলির নতুন এ ডাকনাম দিয়েছেন আইপিএলে তার দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) তার দীর্ঘদিনের সতীর্থ এবি ডি’ভিলিয়ার্স। ইডেনে কেকেআরের বিরুদ্ধে চোটের কারণে মাঠে নামেননি এবিডি। মাঠের বাইরে বসেই দেখেন সেদিনের খেলা। মাত্র দ্বিতীয় জয় পেয়েছে তাদের দল সেদিন। কিন্তু ডি’ভিলিয়ার্সকে আপ্লুত করে বিরাটের ব্যাটিং। মাঠে নামার আগে এ তারকা ক্রিকেটারকে কোহলি নাকি কথা দিয়েছিলেন বড় একটি ইনিংস খেলার। শতরান করে সেই কথা রাখেন ভারত অধিনায়ক।

ডাগ-আউটে বসে বিরাটের দেয়া কথা রাখতে দেখার পাশাপাশি তার সেঞ্চুরিটি মন ভরে উপভোগ করেন এবিডি। তারপরই সোশ্যাল মিডিয়ায় তাকে নতুন এক ডাক নামে সম্বোধন করেন এবিডি। টেন্ডুলকারকে সবাই লিটল মাস্টার বলতো। আর কোহলির নাম এবিডি দিয়েছেন লিটল বিস্কুট। টুইটারে কোহলিকে এ নামে ডাকার পর থেকেই সমর্থকরা লুফে নিয়েছে তার এ নামটি। সেখানে এটি নিয়ে বেশ জোরে শোরেই আলোচনা চলছে।

উল্লেখ্য, ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৮ বলে ১০০ রানের ইনিংস খেলেন বিরাট। ৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর কোহলি শতরানে পৌঁছতে খরচ করেন ১৭টি বল। মূলত তার ইনিংসে ভর করেই আরসিবি দ্বাদশ আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিতে সমর্থ হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top