পাকিস্তানের বালাকোট শহরের বাইরে গত ফেব্রুয়ারিতে ভারতীয় বিমানবাহিনীর বোমা হামলায় কোনো সেনা সদস্য কিংবা বেসামরিক নাগরিক নিহত হননি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার নারীকর্মীদের এক অনুষ্ঠানে ২০১৪ সালের মতো পূর্ণ সংখ্যাগরিষ্ঠ বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রতি জোর দেন সুষমা।
তিনি বলেন, জোট সরকারের কারণে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিজের ইচ্ছামতো সবকিছু করতে পারেননি।
গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটের বাইরে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। এর ১২ দিন আগে পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় ভারতীয় একটি আধাসামরিক বাহিনীর ৪০ জওয়ান নিহত হওয়ার পর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত।
সুষমা স্বরাজ বলেন, আত্মরক্ষার্থে ওই হামলা চালানো হয়েছিল। যখন আমরা সীমান্তে ওই হামলা চালাই, তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা বলেছি, আত্মরক্ষার্থে আমরা এই পদক্ষেপ নিয়েছি।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, বাস্তবতার কারণে অবশেষে সত্য বেরিয়ে এসেছে।