আসন্ন ২০১৯ বিশ্বকাপ ও ইংল্যান্ড সিরিজের জন্য ১৭ সদস্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার গণমাধ্যমের উপস্থিতিতে পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক দল ঘোষণা করেন।
পাকিস্তানের বিশ্বকাপ দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক সারফরাজ আহমদ। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভোগা, দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরের।
তবে দলে সবচেয়ে বড় চমক হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে আলোচনায় আসা স্পিড স্টার মোহাম্মদ হাসনাইন। এছাড়াও সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেয়ে, অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান আবিদ আলি জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে।
শুক্রবার পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করবেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিবে পাকিস্তান টিম। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওডিআই ও এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পকিস্তান। সিরিজের পর টানা বিশ^কাপে অংশগ্রহণ করবে পাকিস্তান।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট আসরে ৩১ মে ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মখোমুখি হবে পাকিস্তান।
পাকিস্তানের বিশ্বকাপ দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম-উল-হক, ফখর জামান, আবিদ আলি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, বাবার আজম, হারিস সোহাইল, ইমাদ ওয়াসিম. জুনায়েদ খান, হাসান আলি, সাদাব খান, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ ও মোহাম্মদ হাসনাইন।