শাহীন হত্যার বিচার দাবিতে বিএনপির মানববন্ধন

বগুড়া জেলা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের হত্যাকারীরা গত তিনদিনেও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। তারা বলেছেন, প্রশাসন গ্রেফতার না করলে বগুড়াবাসী তাদের রাজপথে বিচারের ব্যবস্থা করবে।

এদিকে হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। ৫ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের স্টেশন রোডস্থ বগুড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বিএনপি নেতা শাহীন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তাকে কেন হতা করা হলো। প্রশাসন জানলেও অভিযুক্ত আসামীদের গ্রেফতার করছে না। তাদের গ্রেফতার করা না হলে রাজপথে খুনীদের বিচারের ব্যবস্থা করা হবে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, ফজলুল বারী বেলাল, ডাক্তার মামুনুর রশিদ মিঠু, এম আর ইসলাম স্বাধীন, নাজমুল হুদা পপন, শ্রী পরিমল চন্দ্র, কেএম খায়রুল বাশার, আব্দুল ওয়াদুদ, শাহ মেহেদী হাসান হিমু, এসএম রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শহিদুল ইসলাম খোকন, তৌহিদুল ইসলাম বিটু, দেলোয়ার হোসেন হিরু, শাহাবুল আলম পিপলু, ফারুকুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ, নুরে আলম সিদ্দিকী রিগ্যান, লিটন শেখ বাঘা প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top