জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে যা বললেন রওশন এরশাদ

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টির আগামী নেতৃত্ব কাউন্সিলের মাধ্যমেই নির্ধারণ হবে। খুব শিগগির আলাপ- আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে। তিনি বলেন, জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টিতে কোন বিভ্রান্তি নেই, কোনো বিভেদ নেই। এরশাদ এখন আগের চেয়ে অনেক ভালো আছেন।

মঙ্গলবার গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোড়ল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, এমএ মান্নান, ব্যারিষ্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্র সমাজের সাবেক নেতা শামীম আহমেদ রিজভী, মাখন সরকার, মাহতাব হোসেন লিয়ন, মোখলেসুর রহমান বস্তু।

বেগম রওশন এরশাদ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি চাকরীর বয়স বাড়িয়ে ৩৫ বছর করতে হবে। সবাইকে লেখাপড়া করে যোগ্য মানুষ হতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করে অবদান রাখতে হবে দেশের রাজনীতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সমাজকে আরো শক্তিশালী করতে হবে। রাত জেগে অতিরিক্ত ফেসবুক ব্যবহার না করতেও তিনি ছাত্র সমাজের প্রতি আহবান জানান। আকেই সাথে তিনি সবাইকে মানবিক গুনাবলী সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে ওঠতে সিলেবাসের বাইরেও পড়াশোনা করতে ছাত্রদের প্রতি পরামর্শ দেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top