ধামরাইয়ে স্থগিত এক কেন্দ্রের ভোট কাল

ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত এক কেন্দ্রের ভোট আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩১ মার্চ রোববার চর্তুথ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ধামরাইয়ে ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৪৭টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। আর ধামরাই বাইশাকান্দা ইউপিতে কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি জালভোটের কারণে স্থগিত ঘোষণা করা হয়।

১৪৭টি কেন্দ্রে ফলাফলে চেয়ারম্যান পদে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন সর্বোচ্চ ৪০ হাজার ৫শ’ ৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মিজানুর রহমান মিজান ৩৯ হাজার ১টি ভোট পেয়েছেন। এতে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেস হোসেন ১ হাজার ৫শ’ ৬৬ ভোটে এগিয়ে আছেন।

উপজেলা চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিযোগিতা করেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের যুব মহিলালীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা।

বাইশা কান্দার কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থগিত কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ১৮৯১। এরমধ্যে কে হচ্ছেন পরবর্তী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারস প্রতীকের মোহাদ্দেস হোসেন নাকি নৌকা প্রতীকের মিজানুর রহমান মিজান সেটাই এখন দেখার বিষয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top