বিশ্বকাপে বাংলাদেশ দল : বড় চমক রাহি

বিশ্বকাপের ১২তম আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুরের দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এবং আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

দলে আগে থেকেই ১৩ ক্রিকেটার নির্বাচকদের চোখে ছিল। দ্বিধা ছিল দুই-তিনটি জয়াগা নিয়ে। সেটিও বিসিবি ভালোভাবেই পূরণ করে দিয়েছে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ ক্রিকেটারের সাথে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য বাড়তি দু’টি নাম যোগ ১৭ সদস্যের দলও ঘোষণা করা হয়।

পেস আক্রমণে মাশরাফি, রুবেল. মোস্তাফিজ, সাইফউদ্দিনের থাকাটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই নিশ্চিত করেছিলেন। দ্বিধায় ছিলেন ৫ম পেসারকে নিয়ে। যদিও উঠে এসেছিল তাসকিন আহমেদ ও শফিউল ইসলামের নাম; কিন্তু সব দ্বিধা দূর করে, সে জায়গায় বিসিবি রাখলেন বড় ধরনের চমক।

শফিউল-তাসকিন কাউকেই রাখা হয়নি; বরং সেখানে যোগ করা হয়েছে, অডিআইতে এখনো অভিষেক না হওয়া বিপিএলে আলো ছড়ানো আবু জায়েদ রাহিকে। আয়ারল্যান্ড সফরে এই ক্রিকেটারের অভিষেক হতে পারে। এবং ইংলিশ কন্ডিশনের জন্য নিজেকে কিছুটা তৈরি করার সুযোগ রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ দলে রাহির নামটাই সবচেয়ে বড় চমক।

বাংলাদেশেরে বিশ্বকাপ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন. মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন। মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসাইন, আবু জায়েদ রাহি।

ত্রিদেশীয় সিরেজের জন্য বাংলাদেশেরে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন। মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসাইন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি, নাঈম হাসান।

বাংলাদেশর বিশ্বকাপ দল
বাংলাদেশের বিশ্বকাপ দল : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকটেরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধনিায়ক), রুবলে হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।
আয়ারল্যান্ড সিরিজ বাড়তি দুজন :
ইয়াসির আলী, নাঈম হাসান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top