১৪ বছরেই ধনকুবের ফুটবলার

বয়স মাত্র ১৪। কিন্তু তিনি ইতোমধ্যেই তারকা হয়ে গিয়েছেন। তিনি ইউসছুফা মুউকোকো। জার্মান ট্যাবলয়েড বিল্ডের খবর অনুযায়ী যার সাথে নাইকি ইতোমধ্যেই এক মিলিয়ন ডলারের চুক্তি করেছে। বরুসিয়া ডর্টমুন্ড-এর ইউথ প্রকল্প থেকে উঠে আসা এই স্ট্রাইকার ইতোমধ্যেই ফুটবল বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। এই মরসুমে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২১ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি। যে বয়সে এর অর্ধেকেরও স্বপ্ন দেখে না ফুটবলাররা তখন এই চুক্তি ফুটবল বিশ্বের জন্য চমক তো বটেই। যা খবর তাতে নাইকির সাথে চুক্তিবদ্ধ হয়ে ইতোমধ্যেই সেই টাকার একটা অংশ পেয়ে গিয়েছেন এই স্ট্রাইকার। বাকি টাকা কীভাবে পাবে সেটা নির্ভর করবে তার কেরিয়ার যেভাবে এগোবে তার উপর।

জার্মান সংবাদপত্রের খবর অনুযায়ী বাকি টাকা তিনি পাবেন বুন্দেশলিগায় পেশাদার অভিষেকের পরই।

তবে এখনই তিনি বরুসিয়া ডর্টমুন্ডর মূল দলে খেলার ছাড়পত্র পাবেন না যতদিন না তার বয়স ১৬ হচ্ছে। ২০২০-এর নভেম্বরে তিনি ১৬ বছরে পা দেবেন।

২০১৬ তে ক্যামেরুনের এই ফুটবলার ডর্টমুন্ডে যোগ দেন হ্যামবুর্গের ক্লাব সেন্ট পাউলি থেকে।

২০১৭ তে জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয় তার অভিষেক হয় যখন তার বয়স ১২। দেশের জার্সিতে সে বার চার ম্যাচে তিনটি গোল করেছিলেন তিনি। কিন্তু এখনও দেশের হয়ে অনূর্ধ্ব-১৭তে খেলার সুযোগ পাননি তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top