প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে চকলেটের প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসেম আলী ওসি নামে বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই যুবককে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর থেকে বখাটে হাসেম আলী ওসির পরিবার স্কুলছাত্রীর পরিবারকে হুমকি দিয়ে আসছে।
স্কুলছাত্রীর পিতা জানান, শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের জুলকার হোসেনের ছেলে হাসেম আলী ওসি চকলেট ও আপেলের প্রলোভন দেখিয়ে গত শুক্রবার বিকেলে তার শিশু কন্যাসহ অন্য দুই শিশুকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে এক শিশুকে ঘরের বাইরে রেখে তার শিশু কন্যাকে (৬) ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে বাইরে থাকা শিশুটি দৌড়ে গিয়ে তার মাসহ স্থানীয়দের ডেকে আনে। বিষয়টি বুঝতে পেরে বখাটে হাসেম আলী ওসি দৌড়ে পালিয়ে যায়।
এঘটনায় শনিবার বিকেলে শিশুটির পিতা থানায় মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, মামলা দায়েরের পর থেকে ওই বখাটে যুবকের পরিবার তার পরিবারকে হুমকি দিচ্ছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাসেম আলী ওসি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রঃ বিডি জার্নাল