ভোটের হাওয়া লেগেছে ভারতে। দেশটির অনেক শোবিজ তারকা প্রার্থী হয়ে লড়ছে এবারের ভোটে। কোন কোন তারকা আবার প্রিয় দলের হয়ে নেমেছেন প্রচারণায়। বিশেষ করে পশ্চিমবঙ্গে এবারের ভোটে তারকাদের অংশ গ্রহণ চোখে পড়ার মতো। ভোট চাইতে টালিউড থেকে বলিউডের অনেক উড়ে আসছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের পক্ষে।
কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের পক্ষে বলিউড তারকা আফতাব শিবদাসানি প্রচারণায় অংশ নিয়ে গিয়েছেন। এবার তার হয়ে প্রচারণা চালাতে অংশ নিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় না্য়ক ফেরদৌস। রোববার সকাল থেকেই প্রচারণায় অংশ নিয়েছেন এ নায়ক। তার সঙ্গে থাকছেন টালিউড তারকা অঙ্কুশ ও পায়েল।
জানা গেছে সোমবার করণদিঘী থেকে বেঙ্গল টু বেঙ্গল রোড ধরে ইসলামপুর পর্যন্ত রোড শো করবেন এই তিন তারকা। পরের দিন ১৬ এপ্রিল অংশ নিবেন তৃণমূল সাংসদ নায়ক দেব।