দিল্লিসহ ভারতের অন্যান্য শহরে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। সামাজিক সচেতনতা, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা কোনো কিছুতেই দমানো যাচ্ছে না ধর্ষকদের অপকর্ম থেকে। এ অবস্থায় ধর্ষণ থেকে বাঁচতে একেবারে নতুন একটি অস্ত্রের ব্যবহার করেছেন ভারতের এক নারী।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গাবাদে ধর্ষণ থেকে বাঁচতে এক নারী ধর্ষককে বলে ওঠেন ‘আমার এইডস আছে’। বেচারা ধর্ষক এ কথা শুনে পড়িমড়ি করে পালিয়ে যায়।
এইডস হয়ে যাওয়ার ভয়ে ধর্ষণ না করলেও পুলিশ ঠিকই গ্রেফতার করেছে তাকে। পুলিশ জানিয়েছে ওই বখাটে বয়সে কিশোর, নাম তার বিলাস আভহাদ।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২৯ বছরের বিধবা নারীকে রাজনগর এলাকায় গত ২৫ মার্চ ধর্ষণের চেষ্টা করে কিশোর বিলাস। সেদিন নিজের সাত বছরের মেয়েকে নিয়ে কিছু কেনাকাটা করতে বাজার আসেন ওই নারী। ফেরার সময় দেখেন যে তার কাছে মাত্র ১০ রুপি রয়েছে। এতে অটোরিকশার ভাড়া হবে না ভেবে মেয়ের হাত ধরে হেঁটেই বাড়ির পথে রওয়ানা হন তিনি। এতে সন্ধ্যা গড়িয়ে যায়। ওই সময় তাদের পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল বিলাস আভহাদ নামের ওই কিশোর। সে ওই দুইজনকে বাড়ি পৌঁছে দেয়ার প্রস্তাব দেয়।
পথে নির্জন এলাকায় এসে ধারালো অস্ত্র দেখিয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে বিলাস। এ সময় না ঘাবড়ে নিজেকে বাঁচানোর জন্য ফন্দি বের করেন ওই নারী। ওই কিশোরকে জানান, তার এইডস আছে। এ কথা শুনেই সেখান থেকে পালায় ওই কিশোর। পরে বাড়ি ফিরে এসে পুলিশকে সব জানান তিনি। পুলিশ সে মতো ব্যবস্থা নিয়ে আটক করে বিলাস আভহাদকে।