জান্নাতুল ফেরদৌসী: ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন, ভালো ডাক্তার হওয়ার পূর্বশর্ত হচ্ছে তাকে ভালো মানুষ হতে হবে। রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে তিনি একথা বলেন।
ভুটানের প্রধানমন্ত্রী বলেন, একজন ভালো চিকিৎসক হবার প্রধান শর্ত তাকে ভালো মানুষ হতে হবে। কখনও অবহেলা করা যাবে না রোগীকে। ডাক্তারি আর দশটা পেশার মত নয়। তাই চিকিৎসকদের সব সময়ই সচেতন থাকতে হয়। যতক্ষণ ডিউটি থাকবে, ততক্ষণ চিকিৎসকদের গুরুত্বের সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
এরআগে, বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে ঢাকা থেকে তিনি স্বস্ত্রীক ময়মনসিংহে পৌঁছান। সাথে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রীও।
অনুষ্ঠান শেষে ভুটানের প্রধানমন্ত্রী জেনারেল সার্জারি বিভাগ পরিদর্শন করেন। সবশেষে কলেজের ২৮ ব্যাচের বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটাবেন তিনি।