বিশেষ গুরুত্বপূর্ন দিনগুলোতে সে উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ডুডল তৈরি করে বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগল। আবার কখনো বিখ্যাত ব্যক্তিদের প্রতি সম্মান জানাতেও তাদের নিয়ে হয় ডুডল। বাংলা নতুন বছর উপলক্ষেও এই ডুডল তৈরি করেছে তারা।গুগলের হোমপেজে ঢুকলেই একজন ব্যবহারকারী সবার আগে দেখছেন এই ডুডল।
সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয় তাকে ডুডল বলা হয়। বাংলা নববষর্ উপলকক্ষে এবার তাই পহেলা বৈশাখ নিয়ে ডুডল প্রকাশ করেছে গুগল। এর আগে চলতি বছর ২৬ মার্চ, ২১ ফেব্রুয়ারি নিয়েও ডুডল প্রকাশ করেছিলো তারা।
এবারের ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে বৈশাখী ঐতিহ্য। দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। সেইসঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া, যা আবহমান বাংলা সংস্কৃতির অংশ।