অবশেষে জয়ের দেখা পেলো কোহলির দল

অবশেষে এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শুরু থেকে টানা ৬ ম্যাচ পরাজয়ের পর এসেছে এই জয়। হারতে হারতে বিপর্যস্ত দলটি শেষ পর্যন্ত জয় পেয়েছে দুই মহা তারকার ব্যাটেই। বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের হাফ সেঞ্চুরিতে তারা শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে।

ম্যাচ শেষ কোহলিদের উল্লাস দেখে মনে হয়েছে তারা যেন বড় কোন টুর্নামেন্ট জিতেছে। আসলে টানা হারতে থাকা দলটির জন্য যে এটিই ছিলো স্বস্তির জয়। এ যেন খড়ায় পীড়িত এলাকায় এক পশলা স্বস্ত্বির বৃষ্টি।
রান তাড়া করতে নেমে কোহলি হাফ সেঞ্চুরি করে ফিরে গেলেও ভিলিয়ার্স ম্যাচ শেষ করেই ফিরেছেন। ৪ বল তখনো বাকি ছিলো ম্যাচের।

মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্বাগতিক কিংস ইলেভেন পাঞ্জাবের ছুঁড়ে দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু। কোহলি-ডি ভিলিয়ার্সের সামনে ম্লান হয়ে গেলো গেইলের হার না মানা ৯৯ রানের ইনিংস।

জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নেমে ৫৩ বলে ৬৭ রানে লড়াকু ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন বিরাট কোহলি। ওপেনিংয়ে নেমে ৮ বাউন্ডারির সাহায্যে এ ইনিংস সাজান ব্যাঙ্গালুরু অধিনায়ক। আর ৩৮ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ থেকে বের হন এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে তাকে দারুণ সঙ্গ দেন ১৬ বলে ২৮ রানে অপরাজিত থাকা মার্কাস স্টোইনিজ।

এর আগে পাঞ্জাবের ইনিংস গড়েছেন বলতে গেলে ক্রিস গেইল একাই। তার অপরাজিত ৯৯ রানে ভর করে ৪ উইকেটে ১৭৩ রান তোলে অশ্বিনের দল।

রান তাড়া করতে নেমে কোহলিরা এদিন শুরু থেকেই সাবধানী ক্রিকেট খেলেছেন। কোন ঝুকি না নিয়ে দুই গ্রেট ধীরে ধীরে এগিয়ে গেছেন বিজয়ের দিকে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top