বাটলারের ঝড়ো ইনিংসে মুম্বাইকে হারাল রাজস্থান

জস বাটলারের ঝড়ো ইনিংসে ভর করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৭তম ম্যাচে শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের হয়ে ৪৩ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জস বাটলার।

মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে রাজস্থান রয়্যালসের অধিনায়ক আজিঙ্কা রাহানে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মুম্বাই ইন্ডিয়ান্সকে। ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ের শুরুটা হয় স্বপ্নের মতো। অধিনায়ক রোহিত শার্মা ও কুইন্টন ডি কক মিলে ওপেনিং জুটিতে তোলেন ৯৬ রান। ৩১ বলে ছয় বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ব্যক্তিগত ৪৭ রানে জোফরে আর্চারের বলে বাটলারের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। ওয়ানডাউনে নেমে কুলকার্নির শিকার হওয়ার আগে সূর্যকুমার যাদব করেন ১০ বলে ১৭ রান। সুবিধা করতে পারেননি গত ম্যাচের জয়ের নায়ক কাইরন পোলার্ডও।

৬ রান করে আর্চারের বলে ক্যাচ আউট হয়ে সাজ ঘরে ফেরেন তিনি। ব্যাটসম্যানদের যাওয়া আসার মাঝে একপ্রান্ত আগলে রেখে ছক্কা-চারের দর্শনীয় শর্ট খেলতে থাকেন ডি কক। আর্চারের শিকার হয়ে সাজ ঘরে ফেরার আগে ৬ চারে ও ৪ ছক্কায় করেন ৫২ বলে ৮১ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ৩ ছক্কা ও এক চারে ঝড়ো ১১ বলে ২৮ রানের উপর ভর করে নির্ধরিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে মুম্বাই।

রাজস্থানের হয়ে জোফরে আর্চার ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন। কুলকার্নি ও উনাতকাত নেন একটি করে উইকেট।

১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থানের অধিনায়ক আজিঙ্কা রাহানে ও জস বাটলার মিলে ৬.২ ওভারে তোলেন ৬০ রান। ২১ বলে ৬ চার ও এক ছয়ে ৩৭ রান করে ক্রুনাল পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন রাহানে। অন্যদিকে আরেক ওপেনার জস বাটলার খেলেন ৪৩ বলে ৭ ছক্কা ও ৮ চারের ৮৯ রানের ইনিংস। তার ঝড়ো ইনিংসে অনেকটা জয় নিশ্চত হয়ে যায় রাজস্থানের। শেষ দুই ওভারে ৩টি উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি।

মুম্বাইয়ের বোলারদের মধ্যে ক্রনাল পান্ডিয়া ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ নেন উইকেট। জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২২ রান দিয়ে ২ টি ও রাহুল চাহার ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১টি উইকেট।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top