পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের নির্দেশনা

আসছে আগামীকাল পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষে পহেলা বৈশাখকে কেন্দ্র করে জেলা পুলিশ, ময়মনসিংহ কর্তৃক নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

পহেলা বৈশাখ উপলক্ষে নিম্নোক্ত নির্দেশনাগুলো সবাইকে অবলম্বন করার জন্য আনুরোধ জানানো যাচ্ছে :-
♦অনুষ্ঠানস্থলে ব্যাগ, ছুরি, কাঁচি, দিয়াশলাই ও দাহ্য পদার্থ নেওয়া যাবে না। তবে কেউ যদি ব্যগ নিয়ে আসেন ধাতববস্তু বহন করা যাবে না।
♦বিকেল পাঁচটার মধ্যে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে।
♦রাতে উন্মুক্ত স্থানে কোনও ধরনের অনুষ্ঠান চালানো যাবে না।
♦কোনো প্রকার সমস্যা, দুর্ঘটনার তথ্য জানাতে জেলা পুলিশ ময়মনসিংহ কর্তৃক পুলিশ সাব-কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন। এবং সাব-কন্ট্রোল থেকেই সকল প্রকার নির্দেশনা কেন্দ্রীয়ভাবে প্রচার করা হবে। তাই সকল দর্শনার্থীদের কে সজাগ/ সতর্ক থাকার অনুরোধ জানানো হল।
♦কোন জিনিস হারিয়ে গেলে পুলিশ কন্ট্রোল রুমের লস্ট এন্ড ফাউন্ড ডেস্কে যোগাযোগ করুন, কেউ কারো হারিয়ে যাওয়া কিছু পেয়ে থাকলে সেটি লস্ট এন্ড ফাউন্ড ডেস্কে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
♦পুরো মেলা প্রাঙ্গন সিসি ক্যামারার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
♦পহেলা বৈশাখের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত ওয়াচ টাওয়ার থেকে মনিটরিং করবে পুলিশ।
♦সকল প্রকার দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে পোশাকি পুলিশ, ডিবি পুলিশসহ সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top