সময়টা যত যাচ্ছে নিজেদের ঐতিহ্য তত ভেঙ্গে পড়ছে ক্রিকেটের ‘বড় মোড়ল’ খ্যাত অস্ট্রেলিয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কথায় বাতিল করতে হলো নিজেদের ৪০ বছরের ঐতিহ্য গ্রীষ্মের সিরিজ।
১৯৭৭ সালে পর এবারই প্রথম নিজেদের মাঠে গ্রীষ্মকালীন ওয়ানডে সিরিজটা আর খেলা হচ্ছে না অজিদের। গ্রীষ্মকালে একটি ওয়ানডে সিরিজ হলেও খেলে থাকে অস্ট্রেলিয়ানরা। সেই নিয়মে এবারও ২০১৯-২০ মৌসুমে গ্রীষ্মের জানুয়ারীতে অস্ট্রেলিয়া সফরে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। সেই সফরের পরই ভারত সফর রয়েছে অজিদের।
টানা খেলার সূচির কারণে খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন মনে করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর এই জন্য নিউজিল্যান্ড সিরিজের পর খেলোয়াড়দের ধকল সামলিয়ে ওঠার জন্যে ভারত সফরের সূচি পেছানোর জন্য বিসিসিআইকে অনুরোধ করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিসিআই সিরিজটা না পিছিয়ে, উল্টো সিরিজ এগিয়ে এনে জানুয়ারির মাঝামাঝিতে নির্ধারণ করেছে। এর ফলে নিউজিল্যান্ডের সিরিজটা বাতিল করতে হচ্ছে অস্ট্রেলিয়া বোর্ডকে।
সংবাদমাধ্যম সিডনি হোরাল্ড অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে জানিয়েছে, ভারত ভারত সূচি না পিছিয়ে উল্টে এগিয়ে এনছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সিরিজ স্থগিত করা হয়েছে।
১৯৭৭ সালে যে প্রথা শুরু হয়েছে, সেই ৪২ বছরের ঐতিহ্য ভেঙ্গে যাচ্ছে ছোট থেকে বড় মোড়ল বনে যাওয়া ভারতের প্রভাবে।
প্রশ্ন জাগতে পারে, অস্ট্রেলিয়া নিজেদের ঐতিহ্য রক্ষা না করে, নিউজিল্যান্ড সফর কেন বাতিল করল? বোর্ড তো চাইলে ঐতিহ্য রক্ষার্থে নিউজিল্যান্ড সিরিজটা স্থগিত না করে, ভারতের সিরিজটা স্থগিত করে দিলে কী হতো? সময়ের সাথে ভারতের প্রভাব কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ক্রিকেটাঙ্গনে?