ময়মনসিংহে অষ্টমী স্নানোৎসবে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের ঢল

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নানোৎসব পালন করেছে বৃহত্তর ময়মনসিংহের হিন্দু ধর্মাবলম্বীরা। ব্যাপক ভাবগাম্বীর্য্য ও উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে এই উৎসবটি পালিত হয়েছে।

ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের থানাঘাট, কাচাঁরীঘাট ও কালিবাড়ী ঘাট এলাকাসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা পুন্য স্নানার্থীদের ঢল নেমেছিল। প্রতি বছরই এই পুরনো ব্রহ্মপুত্র নদে স্নানোৎসব অনুষ্ঠিত হয়। পাপমোচনের আশায় হাজার হাজার পুণ্যার্থীরা পালন করেছে পূজাঁ পার্বন ও বিভিন্ন ধর্মীয় আচাঁর অনুষ্ঠান। ঠাকুর, পুরুহিতরা এই আচাঁর অনুষ্ঠান পালনে সহযোগিতা করেছেন। ধর্মীয় বিশ্বাস আর অনুভূতি থেকে প্রতি বছরের চৈত্রমাসের শুল্ক পক্ষের অষ্টমী তিথিতে গঙ্গা এই ব্রহ্ম‏পুত্রে পাপমোচনের জন্যে এখানে স্নান করতে আসেন পুন্যার্থীরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top