স্টাফ রিপোর্টার : ১৪ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজে আসছেন কলেজের প্রাক্তণ শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। কলেজ ক্যাম্পাসে তার স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে কলেজে বিরাজ করছে সাজ সাজ রব। এতে দারুণ উচ্ছসিত শিক্ষার্থী ও সহপাঠীরা। ভুটানের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ ব্যাচের শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে র্ভতি হয়ে এখান থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন । আগামী ১৪ এপ্রিল তার স্বর্ণালী স্মৃতিবিজড়িত কলেজ ক্যাম্পাসে আসছেন তিনি। কলেজের প্রাক্তণ শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন সাজে সাজছে কলেজ ক্যাম্পাস। দিনরাত চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। তার আগমণে দারুণ উচ্ছসিত শিক্ষার্থী ও সহপাঠিরা ১৪ এপ্রিল রোববার বাংলা নববর্ষের দিন ময়মনসিংহ মেডিকেল কলেজে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়া তার পুরনো বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে সব স্থানে তিনি ছাত্র জীবনে লেখাপড়া এবং কাজ করেছেন সে সব স্থানে তিনি সৃতিচারণ করবেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন জানান, প্রথমে তিনি অডিটরিয়ামে অতিথি, ছাত্র শিক্ষক সকলের উদ্যেশে বক্তব্য দিবেন এবং তার ছাত্র জীবনে যাদের সাথে লেখাপড়া কর্মজীবন কাটিয়েছেন তাদের সাথে একান্তে বসবেন ।
ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং যেসব স্থানে যওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন । ছাত্র জীবনে প্রথম ক্লাস থেকে শুরু করে শিক্ষা জীবনে শেষ পর্যন্ত যেসব স্থানে সময় করেছেন যেমন গ্যালারী, ছাত্রাবাস, ছাত্র ক্যানটিন, ডক্টরস ক্যানটিন, ও শেষ কর্মজীবন ৬নং ওয়ার্ড ।
ময়মনসিংহ মেডিকেল কলেজে আগমন উপলক্ষে কলেজ এবং হাসপাতাল ক্যাম্পাসকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে । প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার সহপাঠি এবং ছাত্র-ছাত্রীরা উচ্ছেসিত উৎফলিত আনন্দিত সহপাঠি ডা: আসাদুজ্জামান রতন তিনি বলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এর আগমনে আমরা গর্বিত আমাদের একজন সহপাটি যিনি এখান থেকে লেখা-পড়াশেষ করে বর্তমনে একটি দেশের প্রধানমন্ত্রী যার জন্য আমাদের গর্ববোধ করি তিনি প্রধান মন্ত্রী হয়েও তার পুরানো শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজে আগমন করছেন এতে আমরা গর্ববোধ করি। তিনি ছাত্র জীবনে অত্যন্ত সাদাসিদে জীবন যাপন করতেন তার মাঝে কোন অহংকার ছিল না সবার সাথে সমান ভাবে আচার আচরণ করতেন এবং চলাফেরা করতেন ।
অন্যতম সহপাঠি ডা: শফিকুল বারী তুহিন তিনি বলেন এ কলেজের একজন ছাত্র যিনি একটি দেশের নির্বচিত প্রধানমন্ত্রী তাকে নিয়ে আমরা গর্ব বোধ করি আমাদের সহপাটি ডা. লোটে শেরিং ছাত্র জীবনে তার চলাফেরায় একটি নেতৃত্ব বোধ ছিল । তিনি মাঝে মধ্যেই বলতেন আমি লেখাপড়া শেষ করে দেশে ফিরে সাধারণ জনগনের সেবায় নিজেকে আত্ননিয়োগ করব সম্ভব হলে ডাক্তারি পেষা ছেড়ে রাজনীতি করব ।
ভূটানরে প্রধান মন্ত্রীর একব্যাচ সিনিয়র ডা: আলমগীর কবির সবুজ বলেন তার সাথে আলাপ চারিতা হলে সবসময় বলতেন দেশে ফিরে কিছু দিন ডাক্তারি করে রাজনীতি করব । আমাদের দেশের মানুষ খুবই সরল সোজা তাদের সেবা করার ইচ্ছা ছিল ছাত্র জীবন থেকেই ।
মেডিকেল কলেজের বর্তমান শিক্ষার্থী নুসরাত বিনতে নদীয়া বলেন আমাদের কলেজের একজন বড়ভাই যিনি বর্তমানে একটি দেশের প্রধান মন্ত্রী তিনি আমাদের কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি আবার এ কলেজেই আগমন করছেন এর ফলে আমারা অবশ্যই গর্ব বোধ করছি এবং কি আর বলবো আমরা এতই আনন্দিত কি থেকে কি করবো বুঝে পাড়ছি না ।
এ কলেজের আর একজন বর্তমান শিক্ষার্থী মো: আব্দুল্লাহ আল হাসান বলেন যে দিন শুনেছি আমাদের এক বড় ভাই এ কলেজের শিক্ষার্থী ভ’টানের প্রধান মন্ত্রী আমাদের কলেজে আগমন ইচ্ছা পোষন করেছেন সে দিন থেকেই আমরা সহপাঠিদেকে নিয়ে আনন্দে উচ্ছাসিত আমরা এতই আনন্দিত যা ভাষায় প্রকাশ করতে পারব না ।
ভুটানের প্রধানমন্ত্রীর সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৪ ব্যাচের শিক্ষার্থী ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডা. টান্ডি দর্জিসহ বেশকয়েকজন মন্ত্রীও আসবেন বলে জানা গেছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এর সফর উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান ।
ময়মনসিংহ পুলিশ সুপার, শাহ আবিদ হোসেন বলছেন, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এর আগমন কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।