গোপালগঞ্জের একটি হাসপাতালে ইমদাদুল হক নামে ইটভাটা শ্রমিককে হাত ও পা বেঁধে আগুন ধরিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এমদাদুল হক সদর উপজেলার ঘোরাদাইড় গ্রামের অলিয়ার রহমানে ছেলে। তিনি এমএসবিআই ইটের ভাটার শ্রমিক ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার পাইককান্দি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ইমদাদুল হককে হাত-পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
বিষয়টি গুরুত্বের সঙ্গে পুলিশ তদন্ত করে দেখছে। নিহত এমদাদুল হকের পরিবার থানায় একটি জিডি করেছিল বলে তিনি জানান। সূত্রঃ যুগান্তর