ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৫১৫ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে জেলার তারাকান্দার রাজদারিকেল এলাকা থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুল মতিন (৩৮) ও আব্দুল হামিদকে (৩৫) গ্রেফতার করা হয়।
এরপর শুক্রবার ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে ৪১৫ পিস ইয়াবাসহ কামাল মিয়া (৩৭), রাশেদুল আলম রাশেদ (৩৪) ও আব্দুর রউফ সবুজকে (২২) গ্রেফতার করে ডিবি পুলিশ।