জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর মালিবাগ এলাকায় কাভার্ডভ্যান চাপায় হাইওয়ে পুলিশের এসআই ফরিদ আহমেদ নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকাগামী কাভার্ডভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর কাভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে গেছেন।
ফরিদ আহমেদ ২০১৮ সালে কাঁচপুর হাইওয়েতে যোগদান করেন। এর আগে ২০০০ সালে তিনি কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন। ফরিদ আহমেদ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গেড়ারুপ এলাকায় মানিকের ছেলে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাইয়ুম জানান, সকালে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান ফরিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ির চালকের বিষয় খোঁজ খবর নেয়া হচ্ছে।