জামিয়া মিল্লিয়া ইসলামিয়ায় প্রথমবারের মতো নারী ভিসি

নয়াদিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নারী ভিসি নিয়োগ দিয়েছে ভারতের মানব সম্পদ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার অধ্যাপক নাজমা আখতারকে পাঁচ বছরের জন্য ওই পদে নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক নাজমা আখতার দেশটির জাতীয় শিক্ষা পরিকল্পনা ও প্রশাসনের একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত।

ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিনে বলা হয়, ভারতের মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে তার এ নিয়োগের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া অ্যাক্ট ১৯৮৮ মোতাবেক ভারতের প্রেসিডেন্ট নিজ ক্ষমতাবলে নয়াদিল্লির জামিয়া মিল্লিয়ার ভিসি (ভাইস-চ্যান্সেলর) হিসেবে অধ্যাপক নাজমা আখতারকে নিয়োগে সম্মতি দিয়েছেন। পাঁচ বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়েছে।

অধ্যাপক নাজমা আখতার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া ওয়ারউইক ও নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি কমনওয়েলত ফেলোশিপ অর্জন করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি নানা ধরনের প্রশিক্ষণ সমাপ্ত করেন। অন্যদিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন।

গত বছর কাশ্মির বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের জন্য তালাত আহমেদ মিল্লিয়ার ভিসি পদ থেকে সরে গেলে তখন থেকে এ পদটি খালি ছিল।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top