পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৬

পাকিস্তানের কোয়েটা শহরের একটি বাজারে পেতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশসহ ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে আরো ৩০ জন আহত হয়েছে।

কোয়েটার ডিআইজি আবদুল রাজ্জাক চিমা এ বিষয়টি নিশ্চিত করে জানান, কোয়েটার হাজারগঞ্জী কাচাবাজারে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছে। আহত হয়েছে আরো চার পুলিশ সদস্যসহ ৩০ জন। এ ঘটনায় আহতদের স্থানীয় বোলনা মেডিক্যাল কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডিআইজি চিমা জানান, সকাল সাতটা ৩৫ মিনিটে এ বিস্ফোরণ হয়। তিনি বলেন, বাজারের একটি দোকানের আলুর মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল ওই বোমা। বোমাটি টাইম বোমা ছিল, না রিমোট কন্ট্রোল বোমা ছিল তা নিয়ে তদন্ত চলছে। ওই বিস্ফোরণে হাজারা সম্প্রদায়ের ৮ ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ জানায়, ওই বিস্ফোরণের ফলে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top