ইনজুরিতে মোস্তাফিজ

বিশ্বকাপের আসর দোরগোড়ায়। ইতোমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রাথমিক দল ঘোষণা করেছে সব দলই। চূড়ান্ত দল ঘোষণারও প্রস্তুতি নিচ্ছে বোর্ডগুলো। আইসিসিরি বেঁধে দেয়া সময় ২৩ এপ্রিলের মধ্যেই সব দলের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। সেই নিয়ম মেনেই ১৮ এপ্রিল দল ঘোষণার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

কিন্তু দল ঘোষণা যখন সামনে, তখনই নতুন করে ইনজুরির খবর পাওয়া গেল বাংলাদেশ দলে। সাকিব, মুশফিক, রুবেল, তাসকিন, মিরাজ ও সাইফউদ্দিনের পর এবার এই দলে যোগ হলেন বোলিংয়ে বাংলাদেশ দলের অন্যতম ভরসার প্রতীক পেসার মোস্তাফিজুর রহমান। তবে আশার কথা হচ্ছে তার ইনজুরি গুরুতর কিছু নয়।

বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তার দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মাঠে অনুশীলনের সময় বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান মোস্তাফিজ। এই চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কাটার মাস্টারকে। এক্স-রে রিপোর্টে বড় ধরনের কোন সমস্যা ধরা পড়েনি বলে জানায় শাইনপুকুরের টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও দেবাশীষ চৌধুরী বলেন, ‘মোস্তাফিজের ইনজুরি গুরুতর নয়। দুই সপ্তাহ বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে।’

বিশ্বকাপের আগে, এই স্বল্প সময়ে যখন খেলোয়াড়রা নিজেদের ফিটনেস নিয়ে যত্নবান; তখনই বাংলাদেশ দলে চলছে ইনজুরির মহড়া। বিশ্বকাপে দলে সুযোগ পাওয়ার মত খেলোয়াড়রা ইনজুরির শিকার।

এদিকে অলরাউন্ডার সাইফউদ্দিন কনুইয়ের ইনজুরি নিয়েই আবাহনী লিমেটেডের হয়ে খেলে যাচ্ছেন। ৩০ গজের বাহির থেকে এখনো বল থ্রো করতে পারছে না এই অলরাউন্ডার। তাই তার বিশ্বকাপ খেলা নিয়েও কিছুটা সংশয় রয়েছে। যদিও বিশ্বকাপ দলে থাকার বিষয়ে সাইফুদ্দিন আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বসতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। আসরে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top