শিগগিরই কাশ্মিরে আবারো বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করছে ভাতের গোয়েন্দা সংস্থাগুলো। ফলে গত বুধবার প্রশাসনের পক্ষ থেকে কাশ্মিরজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, এবার যে সূত্র থেকে এ হামলার তথ্য পাওয়া গেছে, তা অনেক বেশি বিশ্বাসযোগ্য। ফলে কাশ্মিরজুড়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন তারা। কারণ হামলার প্রকৃতি জানা গেলেও ঠিক কোথায় বা কোন স্থানে এই হামলা চালানো হতে পারে, তা জানা যায়নি।
গোয়েন্দা সূত্র জানায়, আইইডি বোঝাই একটি সাদা রংয়ের স্করপিও গাড়ি আত্মঘাতী হামলা চালাতে পারে কাশ্মিরে। তাদের এ আশঙ্কার পর বুধবার কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। ওই নির্দেশিকায় বলা হয়, ভারতে চলমান নির্বাচনে ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
এই নির্দেশিকায় পুলিশ কর্মকর্তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। তাদেরকে তল্লাশির গতি বাড়ানোরও নির্দেশ দেয়া হয়েছে। এমনকি সন্দেহজনক গাড়িটির নম্বরও তাদের দেয়া হয়েছে। বলা হয়েছে কুলগাম জেলার জেকে০৩ই-৩৪৩১ নম্বরের গাড়িটি ব্যবহার করে হামলা চালানো হতে পারে।
কাশ্মির কর্তৃপক্ষ জানায়, অনেকটা পুলওয়ামা ধাঁচের হলেও, এবার হামলাকারীদের প্রধান লক্ষ্য ভোটকেন্দ্রগুলো। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার সিআরপিএফ কনভয়ে চালানো এক আত্মঘাতী হামলায় ৪৪ জন সদস্য নিহত হয়। ওই হামলায় গাড়িভর্তি আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যেই সেখানে বিশেষ চেকপোস্টে জোর তল্লাশি চালানো হচ্ছে।