পিরোজপুরে নামাজরত গৃহবধূকে ধর্ষণের চেষ্টার মামলায় নবী হোসেন নামে এক বৃদ্ধকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
মামলার বিবারণে জানা গেছে, ‘২০১৬ সালের ৩০ জুন বৃহস্পতিবার রাত ৯টায় দুই সন্তানের জননীর স্বামী তাদের ছোট মেয়েকে নিয়ে টিকিকাটা মাদ্রাসার পাশে জামাল ফরাজীর বাড়িতে দাওয়াত খেতে এবং বড় ছেলে পাশের বাড়িতে টিভি দেখতে যায়। এ সুযোগে আসামি নবী হোসেন ঘরের নারকেল পাতার বেড়া কেটে ভেতরে প্রবেশ করে নামাজরত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই গৃহবধূ পাশে থাকা টেইলরিং কাজের ব্লেড দিয়ে নবী হোসেনের পুরুষাঙ্গে পোচ দিয়ে রক্তাক্ত জখম করে এবং চিৎকার দিলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে।’
এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নবী হোসেন জেলার মঠবাড়িয়ার থানার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে।