দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নানী-নাতনী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন। বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুরী পাকা রাস্তার মোজাফ্ফর আলীর বাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ২ জন হলেন- একই ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী জহুরা বেওয়া (৪৫) ও তার নাতনী জহুরুল ইসলামের কন্যা জুই (৭)। অপরদিকে আহত ২জন হলেন- নিহত জহুরার ছেলে মাজম (২০) ও অপর সঙ্গী স্বাধীন (১৬)।
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন জানান, জগদীশপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেলে ৪জন বীরগঞ্জ শহরে আসছিল। পথিমধ্যে কৈকুর গ্রামে দ্রুতগামী ট্রাক (ঢাকা-মেট্রো-চ-১৬-১০৭৪) তাদের পিষ্ট করে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই নানী ও নাতনী নিহত হন।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিক্ষুব্ধ লোকজন যান চলাচল বন্ধ করে রাখে। পরে ঘটনাস্থল থেকে নানী ও নাতনীর লাশ উদ্ধার করা হয়।
ওসি সাকিলা পারভীন আরো জানান, ঘাতক ট্রাকটির চালক একই উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ট্রাকটি রেখে পালিয়ে গেছে।