পুলিশের লাশ বহন হবে লাশবাহী ফ্রিজিং গাড়িতে

বৃটিশ আমলের নিয়মে এখনও পুলিশের লাশ বহন করা হয়ে আসছে পুলিশের খোলা ট্রাকে। বছরে বছরে কর্মকর্তাদের গাড়ির মডেল পরিবর্তন হলেও বৃটিশ আমল থেকে চলে আসা পুলিশ সদস্যদের লাশ পরিবহনে আসেনি কোন পরিবর্তন। বিষয়টি অনুধাবন করে এগিয়ে এসেছিলেন একটি বেসরকারী সংস্থা। ঢাকা মহানগর কেন্দ্রিক পুলিশ সদস্যদের লাশ পরিবহনে কনকর্ড গ্রুপ একটি লাশবাহী ফ্রিজিং (মরচ্যুয়ারি) গাড়ি অনুদান দিয়েছিলেন গত বছর শেষের দিকে। যা এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিয়ন্ত্রণাধীন আছে। এ ছাড়াও পুলিশের নিজস্ব একটি লাশবাহী ফ্রিজিং (মরচ্যুয়ারি) গাড়ি কেনা হয়েছে। ঢাকা মহানগর কেন্দ্রিক কোন পুলিশ ইউনিটের সদস্য কর্মস্থলে মৃত্যুবরন করলে তার লাশ পরিবহনে ব্যবহৃত হচ্ছে এ গাড়ি। তবে বাংলাদেশের অন্য সকল ইউনিটে এখনও চলছে পুরানো নিয়মে পুলিশের লাশ বহন করা। গত কিছুদিন এ বিষয় নিয়ে বেশ কিছু লেখা এসেছে। তবে তা খুব সামান্য কিছু পুলিশ সদস্য প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
এবার বিষয়টি নজরে এনেছেন চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম স্যার। চট্টগ্রাম জেলা পুলিশের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছেন তিনি ইতোমধ্যেই ব্যক্তিগত উদ্যোগে পুলিশের লাশ বাড়িতে পৌঁছানোর জন্য লাশবাহী ফ্রিজিং (মরচ্যুয়ারি) গাড়ি ব্যবহার শুরু করেছেন। চট্টগ্রাম জেলার কোন পুলিশ সদস্য কর্মস্থলে মৃত্যুবরন করলে তাঁকে যথাযথ মর্যাদায় লাশ বহন করার ক্ষেত্রে লাশবাহী ফ্রিজিং (মরচ্যুয়ারি) গাড়ি ভাড়া করে হলেও তিনি সে ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। আশা করি সকল পুলিশ ইউনিট থেকে এ উদ্যোগ গৃহীত হবে। সর্বপ্রথম এ উদ্যোগ গ্রহণ করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম স্যারকে বাংলাদেশ পুলিশের আপামর সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা।

লেখকঃ হাফিজুর রহমান
উপ-পুলিশ পরিদর্শক

সূত্র : বিপি হেল্পলাইন

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top