স্টাফ রিপোর্টার : আগামী ১২ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ঢাকা আসছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সাবেক ছাত্র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ময়মনসিংহ লাইভ ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে আগামী শনিবার। এছাড়া পররাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উনার সৌজন্য সাক্ষাৎ হবে।’
ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ এই বিষয়গুলোতে অত্যন্ত ইতিবাচক এবং আলোচনার মাধ্যমে এ বিষয়গুলো ঠিক করা হবে।’
বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ মিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশের রফতানি মাত্র দুই মিলিয়ন ডলার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকতা বলেন, ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট সুবিধা পাওয়া গেলে বাংলাদেশ-ভুটান বাণিজ্য বাড়তে পারে।
বাংলাদেশ ও ভুটান সীমান্তের মাঝখানে ভারতের প্রায় ৫০ কিলোমিটার সড়ক রয়েছে।
বাংলাদেশে বৈশাখী অনুষ্ঠানে ডা. লোটে শেরিং :
ঢাকা ও ময়মনসিংহে কাটানো ছাত্রজীবনের দিনগুলোতে অনেকবার পহেলা বৈশাখ উদযাপন করেছেন লোটে শেরিং।
পুরোনো সুখ স্মৃতি মনে করেই তিনি ১৪ এপ্রিল সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সুরের ধারার পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া পুরোনো বিদ্যাপীঠ ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং বিএসএমএমইউ হাসপাতালেও আসবেন সেদিন।