নিরীহ মানুষের ওপর হয়রানিমূলক মামলা দিয়ে, মানুষকে গ্রেফতার ও নানাভাবে নাজেহাল করে সারাদেশে ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিবি নেতৃবৃন্দ। পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এসব অভিযোগ করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, জনসমর্থনহীন সরকার ক্ষমতায় টিকে থাকতে এভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সমুচিত জবাব দিতে হবে। একদলীয় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
সিপিবি’র ঢাকার শান্তিনগর শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য, প্রাইভেট কারস ড্রাইভার্স ইউনিয়নের নেতা হোসেন আলীর গ্রেফতার এবং তাকে ৩ দিনের রিমান্ডের তীব্র নিন্দা জানিয়ে সিপিবি নেতৃবৃন্দ এ বিবৃতি দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত সোমবার (৮ এপ্রিল) হোসেন আলী পেশাগত দায়িত্বপালন করতে ইপিজেড এলাকায় যান। সেখানে সম্পূর্ণ বিনা উসকানিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আটকে রাখে। পরে আশুলিয়া থানা কল্পিত নাশকতার সঙ্গে তাকে যুক্ত করে এক গল্প ফাঁদে এবং তার নামে মামলা দেয়।
এরপর মঙ্গলবার পুলিশের দাবি অনুযায়ী আদালত তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নেতৃবৃন্দ এ গ্রেফতার ও রিমান্ডের তীব্র নিন্দা জানান। অবিলম্বে গ্রেফতারকৃত হোসেন আলীর নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা।