ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাজাবাড়ি এলাকায় অতিরিক্ত গ্যাসের চাপে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে আহমদ আলী (৪৫) নামে এক চাতাল শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরতর আহত হয়েছে ওই মিলের আরও দুই শ্রমিক। আহতরা পিতা-পুত্র বলে জানা গেছে।।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজাবাড়ি গ্রামের খালেক অটো রাইস মিলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বয়লারের পাশে থাকা শ্রমিক আহমদ আলী (৪৫) ১শ গজ দুরে ছিটকে পড়ে দেহ থেকে মস্তক আলাদা হয়ে পুরো শরীর ছিন্ন-বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চাতাল শ্রমিকের। নিহত আহমদ একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় একই এলাকার আবদুল আজিজ (৫৫) ও তার ছেলে রফিক (৩০) নামে দুই শ্রমিক গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় উদ্ধার কাজ করে।
অন্যদিকে, খবর পেয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, ত্রিশাল সার্কেলের এএসপি রাকিব খান, ওসি আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মুনিম সারোয়ার এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে লাশ উদ্ধার করে ত্রিশাল থানায় প্রেরণসহ ঘটনাস্থলে ধবংসস্তুপে আলামত উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘বয়লার স্থাপনের এক বছর পর পর স্থান পরিবর্তন ও মালামাল সংস্কার করে তারপর বয়লার চালানোর নিয়ম থাকলেও ওই সব নিয়ম না মানায় এবং অতিরিক্ত গ্যাসের চাপে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় ত্রিশাল থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’