লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের দক্ষিণ শ্যামপুর ব্যপারী বাড়ীর আবুল কাশেম মিয়ার ছেলে ও চাটখিল সোমপাড়া গার্লস হাইস্কুলের শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন (২৯) নিখোঁজের ২৫দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
গত ১৫ মার্চ রাতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নিখোঁজ হন মোজাম্মেল।
নিখোঁজ স্কুল শিক্ষক মোজাম্মেল হোসেনের ভগ্নিপতি লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান জানান, আমি দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুর শহরে ব্যবসা করি। গত ১৫ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮ টায় আমার শ্যালক মোজাম্মেল হোসেন তার ব্যবহৃত মোবাইল থেকে (০১৮১৮৮৩৫১২২) লক্ষ্মীপুরে তার নিকট আসার জন্য রওয়ানা হওয়ার কথা জানান। এর কিছুক্ষণ পর থেকে তার মোজাম্মেল হোসেনের মোবাইল নম্বরটি বন্ধ পান তিনি এবং মোজাম্মেল হোসেনও আমার কাছে আসেননি।
নিকটাত্মীয়রাসহ বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে পরদিন ১৬ মার্চ লক্ষ্মীপুর সদর থানায় তার নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরী করেন তিনি। সাধারণ ডায়েরী করার ২৫দিন পার হয়ে গেলেও অদ্যবধি মোজাম্মেল হোসেনের খোঁজ পাইনি আমরা।
মোজাম্মেল হোসেন মা ও পরিবারের সদস্যদের দাবী অজ্ঞাত দুস্কৃতকারী তাকে অপহরন করেছে। মোজাম্মেলের নিখোঁজের ঘটনায় তার মা ও পরিবারের সদস্যগণ আতঙ্কে দিন যাপন করছেন বলে জানান।