ক্রিকেট মাঠে যিনি দ্য ইন্ডিয়ান গ্রেট ওয়াল নামে পরিচিত, সেই রাহুল দ্রাবিড় ন্যু ক্যাম্পে গিয়ে বনে গেলেন ফুটবল বিশ্লেষক। রোববার লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার খেলা দেখেন গ্যালারিতে বসে। প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির সু-নিপুণ পায়ের করুকার্য অবলোকন করেন কাছে থেকে।
প্রিয় খেলোয়াড়ের খেলা দেখে, মুগ্ধ হয়ে অকপটে বলে ফেলেন, ‘সত্যিই মেসি জিনিয়াস। আমার মনে হয় না, ওর মতো ফুটবালার পৃথীবিতে কখনো এসেছে।’
রাহুল দ্রাবিড়ের উপস্থিতির দিনে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা জয় লাভ করে ২-০ গোলে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮৫ ও ৮৬ মিনিটে জয়সূচক দুটি গোল করেন রাহুলের দুই প্রিয় ফুটবলার মেসি ও সুয়ারেজ দু’জনই।
দ্রাবিড় বলেন, ‘এমন সুন্দর খেলা উপহার দেয়ার জন্য মেসি ও সুয়ারেজকে অনেক ধন্যবাদ। নিজ চোখে দেখলাম, কিভাবে মেসি এতো ডিফেন্ডারের মাঝেও শূন্য জায়গা বের করেন এবং গোল করেন। সত্যি মেসি জিনিয়াস।’
রাহুল ন্যু ক্যাম্পে অ্যাথলেটিকো ও বার্সার ম্যাচের শেষ পর্যন্ত টানটান উত্তেজনাকর পরিস্থিতির সাথে নিজের দেশের আইপিএলকে মিলিয়ে বলেন, ‘আইপিএলেও কিছু কিছু ম্যাচে এমন পরস্থিতি তৈরী হয়, কোন দল জিতবে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়।’
খেলা শেষে বার্সেলোনার সভাপতি হোসেপ মারিয়া বার্তামেউ বার্সোলোনার একটি জার্সি উপহার দেন রাহুল দ্রাবিড়কে। রাহুলকে উপহার দেয়া এই জার্সিটি তৈরি করা হয় রাহুল দ্রাবিড়ের নামেই।
উল্লেখ্য, রাহুল দ্রাবিড় ২০১২ সালে আস্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ক্যারিয়ারের ১৬৪ টেস্টে ৩৬ সেঞ্চুরিসহ করেন ১৩ হাজার ২৮৮ রান। আর ৩৮৮ ওডিআইতে করেন ১০ হাজার ৮৮৯ রান। তার ব্যাটিংয়ে ধৈর্যশীলতার জন্য তাকে ‘দ্য ওয়াল’ খেতাব দিয়েছিলেন কিংবদন্তীরা।