স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঐতিহ্যবাহী সংগঠন “ময়মনসিংহ স্কলারস ফোরাম” আয়োজিত “নবীন ক্যাডেট সংবর্ধনা-২০১৯” আজ সকাল ৯:০০ ঘটিকায় ময়মনসিংহের প্রাণকেন্দ্রে অবস্থিত মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্কলারস ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ লাইভ ডটকম এর সম্পাদক মো. আবদুল কাইয়ুম ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইঞ্জি.সুলতান মাহমুদ মুস্তাকিম ও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজাউল হায়দার,ব্যবস্থাপনা পরিচালক এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ময়মনসিংহের স্কলারস ফোরামের পরিচালক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত ও নাটিকা পরিবেশন করেন উত্তরণ সাংস্কৃতিক সংসদ, ময়মনসিংহ।