স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে প্রকল্পের কাজ পরিদর্শন করেন বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এমজি.এসপি প্রকল্পের ৩৫ কোটি টাকার চলমান উন্নয়নের কাজ পরিদর্শন করেন বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
সোমবার দুপুরে বিশ্ব ব্যাংকের আরবান (শহর) বিশেষজ্ঞ টিম লিডার কাউবিনা আমানকা, বিশ্ব ব্যাংকের জাহিদ এইচ খান, বিশ্ব ব্যাংকের প্রকৌশলী শিহাব উদ্দিন, এমজি.এসপি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মোজাফফর জাহেদ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মুঞ্জুরুল আলী ত্রিশাল পৌর শহরের চলমান বিভিন্ন রাস্তা, ড্রেনের কাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে কাজের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, প্যানেল মেয়র আজহারুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার, পৌরসভার সচিব নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী শ্রী প্রদীপ দেবনাথসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংকের এমজিএসপি প্রকল্পের অধীনে ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পৌর শহরের ড্রেনেজ ও রাস্তার নির্মানের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্ধ দেয় বিশ্ব ব্যাংক।