‘কিসের এক বছর; পরের পাঁচ বছরও আপনারাই কাউন্সিলর’

‘আরে কিসের এক বছর; পরের পাঁচ বছরও আপনারাই কাউন্সিলর থাকবেন’ এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ সোমবার দুপুরে নগর ভবনে নব গঠিত ১৮টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরদের সাথে এক মতবিনিময় সভায় মেয়র এ মন্তব্য করেন।

সভায় ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম শামীম তার ব্ক্তব্যে বলেন, জনগন অনেক আশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। কিন্তু আমরা তাদের কোন আশা পূরণ করতে পারছিনা।

এ সময় মেয়র তাকে থামিয়ে দিয়ে বলেন, এক মাসও হয়নি আপনারা নির্বাচিত হয়েছেন। এখনই সব কিছু করে ফেলবেন? তখন কাউন্সিলর বলেন, আমরা তো মাত্র এক বছরের জন্য নির্বাচিত হয়েছি।

তখন মেয়র বলেন, আরে কিসের এক বছর; পরের পাঁচ বছরও আপনারাই কাউন্সিলর থাকবেন ইনশাআল্লাহ।

এ সময় নবনির্বাচিত কাউন্সিলরা হেসে উঠেন।

এসময় মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের মতো রাজউক, ওয়াসা, তিতাস গ্যাসসহ সব সেবা সংস্থা বিভাজন করা বা সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

মেয়র বলেন, ঢাকায় ১৯৭৫-৮০ সালের দিকে জনসংখ্যা ছিল ১৮/২০ লাখ। বর্তমানে জনসংখ্যা আড়াই কোটির বেশি। কিন্তু সে তুলনায় সেবা সংস্থাগুলোর সক্ষমতা বাড়েনি। সেবা সংস্থাগুলো জনবল সংকটে ভুগছে। এর মধ্যেও ঢাকা সিটি বিভক্ত হওয়ায় কিছুটা সুফল মিলেছে। কিন্তু রাজউক জনবল সংকটের কারণে নগরীর হাজার হাজার অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।

অন্য সেবা সংস্থাগুলোও জনবল সংকটে চাহিদামত কাজ করতে পারছে না। এজন্য রাজউক, ওয়াসা, তিতাস গ্যাসসহ সব সেবা সংস্থা বিভাজন করা বা সংক্ষমতা বাড়ানো প্রয়োজন। এতে সেবার মানও বাড়বে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top