মোদির স্ত্রীর অধিকার আদায়ে লড়বে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন

ভারতের প্রধানমন্ত্রীকে স্বার্থপর আখ্যা দিয়েছে বলা হয়েছে, তিনি তার নিজের স্ত্রীর অধিকার প্রদান করেন না। তাই অল ইন্ডিয়া মজলিসে-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এবার মোদির স্ত্রীর অধিকার আদায়ে তার পাশে দাঁড়াবে।

এআইএমআইএম’র অন্যতম শীর্ষ নেতা আকবরুদ্দিন ওয়াইসির উদ্ধৃতি দিয়ে নিউ ইন্ডিয়ার এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মোঘলপুরা এলাকায় এক জনসমাবেশে আকবরুদ্দিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন স্বার্থপর মানুষ। এমনকি তিনি তার নিজের স্ত্রীর অধিকারও আদায় করেন না। এ অবস্থায় এআইএমআইএম ওই নারীর পাশে দাঁড়াবে তার অধিকার আদায়ে।

এ সময় তিনি আরো বলেন, মোদি জাতীয় ইস্যুতে যতটা সময় ব্যয় করেন, তার চেয়ে বেশি সময় ব্যয় করেন মেকআপ ও কাপড় বদলে।
তিনি মোদিকে কটাক্ষ করে বলেন, যখন পুলওয়ামা হামলা চলছিল, তখন মোদি শুটিংয়ের ভিডিও করছিলেন।

ভারতে তিন তালাক নিয়ে সাম্প্রতিক এক নির্বাচনী সমাবেশে দাবি করেন, ‘তিন তালাক বিল যখন পাস হল, তখন কম কথা শুনতে হয়নি আমাকে। তিন তালাক নিয়ে এখনো আতঙ্কে রয়েছেন যে নারীরা, তাদের কাছে আমার আবেদন, আপনারা আমাদের পাশে থাকুন। এই ধরনের ভয়ঙ্কর প্রথা থেকে আপনাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।

নির্বাচনী সমাবেশে মোদির সাফল্যের তালিকায়, বিশেষ করে মুসলিমপ্রধান এলাকাগুলোতে ভোট চাওয়ার ক্ষেত্রে মোদি এ ইস্যুটি ব্যবহার করে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top