দেশের জন্য হলেও ভারতকে হারাব : পাকিস্তানের অধিনায়ক

বিশ্বকাপ দরজায় টোকা দিচ্ছে। দল ঘোষণা আর নিজেদের স্বপ্নের শিরোপা জয় করতে চলছে প্রস্তুতির ধুম। ইতোমধ্যে দল ঘোষণা করেছে কয়েকটি দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডও ঘোষণা করেছে প্রাথমিক ২৩ সদস্যের দল। বিশ্বকাপ নিয়ে নিজেদের দল এবং প্রস্তুতি নিয়ে কথা বলেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।

সরফরাজ আহমেদ দাবি করেন, ‘২০১৯ বিশ্বকাপের ফাইনাল উঠতে পারে পাকিস্তান। তবে বিশ্বকাপের ফাইনালে ওঠা সহজ হবে না।’ আসন্ন বিশ^কাপ নিয়ে পাকিস্তানের সামা টিভির সঙ্গে সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সারফরাজ বলেন, ‘জাতীয় স্বার্থে, যেকোনো মূল্যে ভারতকে হারিয়ে, দেশকে জয় উপহার দিতে চাই।’

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘এবার বিশ্বকাপ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই আসরে প্রতিটি দলই অনেক শক্তিশালী।

সরফরাজ বলেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান এই চারটি দল এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে।’

তিনি বলেন, ‘সেমি ফাইনালে চার দলের মধ্যে ঢোকা বলা যতটা সহজ, ঢোকা ততটা সহজ হবে না। সেমি ফাইনাল উঠতে হলে, গ্রপ পর্বে ৬-৭টা ম্যাচ জিততে হবে। আমরা চেষ্টা করব দেশ এবং সমর্থকদের জন্য বারবার কিছু করতে।’

গত তিন বছরেই ইংল্যান্ডে সফর করেছে পাকিস্তান। পরিবেশও অনেক চেনা-জানা। এই পরিবেশেই ২০১৭ সালে সরফরাজের অধীনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রপি জয় করে পাকিস্তান।

৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে যৌথ আয়োজনে বসতে যাচ্ছে বিশ্বকাপের ১২তম আসর। আর ৩১ মে ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top